Duck hunt
K.Kallol 2014

মুখ্য পৃষ্ঠা

• এই সহরের আমি একজন দুর্ভিক্ষ সদাগর •

আমার সাৰ্টের নিচদিয়ে
টোপটোপ করে রক্ত ঝ'ড়ে
এই সহরের আমি একজন দুর্ভিক্ষ সদাগর

হলুধ হয়ে উঠে আমার দুখ্যের চাঁদ
এই সহরের আমি একজন দুর্ভিক্ষ সদাগর

রক্তের বিন্দুগুলি লবনের মতো স্বাদ
বুকের বিষাদগুলি সবুজ
এই সহরের আমি একজন দুর্ভিক্ষ সদাগর

এই সহর ছিল আমার
মাতাল রাতের গান
এখন গানগুলিও ধানের পাতান

এই সহরে সন্ধ্যা সন্ধ্যা
দুষ্টু মেয়ের মিষ্টি হাঁসি
এই সহরের আমি একজন দুর্ভিক্ষ সদাগর

এই সহরের পথ
সাপের মতো আঁকা-বাঁকা
সাৰ্টের ভেতর পৰ্যন্ত প্রবেশ করে
দংশন করে কইলজা

সত্যি
এই সহরের আমি একজন
দুর্ভিক্ষ সদাগর !

ණ কন্দর্পজিৎ কল্লোল